চলতি বছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে জার্মান লেখক জেনি এরপেনবেকের লেখা ও মাইকেল হফম্যানের অনুবাদ করা উপন্যাস কায়রোস। বুকারের ইতিহাসে এবারই প্রথম কোনো জার্মান লেখক এই পুরস্কার পেলেন।
লন্ডনে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ২১ মে এ বছরের পুরস্কার বিজয়ী নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড এরপেনবেক ও হফম্যানকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
এরপেনবেকের এটি চতুর্থ উপন্যাস। আর উপন্যাসটির কেন্দ্রে রয়েছে প্রেম ও রাজনীতি।
২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বই এই পুরস্কারের জন্য বিবেচিত হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান