সোমবার, অক্টোবর 7, 2024
Google search engine
হোমঅন্য ভুবনজার্মান লেখক জেনি এরপেনবেকের প্রথমবারের মতো পেলেন আন্তর্জাতিক বুকার পুরস্কার

জার্মান লেখক জেনি এরপেনবেকের প্রথমবারের মতো পেলেন আন্তর্জাতিক বুকার পুরস্কার

চলতি বছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে জার্মান লেখক জেনি এরপেনবেকের লেখা ও মাইকেল হফম্যানের অনুবাদ করা উপন্যাস কায়রোস। বুকারের ইতিহাসে এবারই প্রথম কোনো জার্মান লেখক এই পুরস্কার পেলেন।

লন্ডনে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ২১ মে এ বছরের পুরস্কার বিজয়ী নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড এরপেনবেক ও হফম্যানকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

এরপেনবেকের এটি চতুর্থ উপন্যাস। আর উপন্যাসটির কেন্দ্রে রয়েছে প্রেম ও রাজনীতি। 

২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বই এই পুরস্কারের জন্য বিবেচিত হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

অনুরূপ সংবাদ

জনপ্রিয় পোস্ট