সোমবার, অক্টোবর 7, 2024
Google search engine
হোমজাতীয়ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

ময়মনসিংহ প্রতিনিধি:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে শিরীন আক্তার (৫৫) ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২৩) মারা গেছেন। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে গফরগাঁওয়ের চারিপাড়া নিজ গ্রামে মা-ছেলের মৃত্যু হয়।

দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি শাহিনুর রহমান জানান, গফরগাঁওয়ের চারি পাড়া গ্রামের হেলাল উদ্দিনের মাস্টারের ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল বিকালে নিজ বাড়িতে জমিতে সেচ দেওয়ার চালুরত মেশিনের কাছে যাওয়ার পর মেশিনটি পানিতে পড়ে যায়। পানি থেকে মেশিনটি ওঠাতে গেলে শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। এ সময় পাশে থাকা শিরিন আক্তার ছেলেকে বাঁচাতে গিয়ে তাকে ধরার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ওসি জানান, বাড়ির লোকজন এসে বিদ্যুতের মেইন সুইচ অফ করে মা ও ছেলেকে পানি থেকে উদ্ধার করার পর দেখতে পান দুজনই মারা গেছেন। নিহত শিমুল রাশিয়ায় একটি মেডিক্যাল কলেজে অধ্যয়নরত ছিলেন। দুই দিন আগে ছুটি পেয়ে রাশিয়া থেকে বাড়িতে এসেছেন। বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুরূপ সংবাদ

জনপ্রিয় পোস্ট