রিপন বনিক, বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা পরিষদের সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান চৌধুরী রুবেল, নারী ভাইস চেয়ারম্যান সালমা আক্তার শিল্পী ও জেলা পরিষদের সদস্য মো. সোহেল রানাকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহাবুবের সভাপতিত্বে ও নারীনেত্রী তাহমিনা সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, জেলা পরিষদের সদস্য মো. সোহেল রানা, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী রুবেল, নারী ভাইস চেয়ারম্যান সালমা আক্তার শিল্পী, পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ওয়াজ উদ্দিন, নূরুল আমিন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হক, ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, সোহরাব উদ্দিন, নারীনেত্রী আকিকুন্নেসা চৌধুরী বিউটি, কবি রইস মনরম, অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র পাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা হাবিবুর রহমান হাবিব, তাহমিনা আক্তার বীথি, মাহাবুব হাসান পিয়াস, ইয়াসির আরাফাত রনি প্রমুখ। এসময় মোহনগঞ্জ উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার দাবি জানান বক্তারা।