রিপন বনিক, বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে রূপন কর্মকার (২৮) নামে এক জুয়েলারি ব্যবসায়ীর কাছ থেকে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বুধবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের আল মবিন রোডে বাসায় যাওয়ার পথে তার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ছিনতাইকারীরা এ ঘটনাটি ঘটায়।
ছিনতাইয়ের শিকার জুয়েলার্স ব্যবসায়ী রূপন কর্মকার জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত পৌনে ৮টার দিকে তিনি পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন থাকা তার জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি দোকানে থাকা নগদ দেড় লক্ষ টাকা, ৯ ভরি ওজনের স্বর্ণালংকার ও প্রায় ৭০ ভরি রূপা একটি ব্যাগ ভর্তি করে তিনি শহরের আল মবিন রোডের বাসার উদ্দেশ্যে রওনা দেন। পরে রাত ৯টার দিকে তিনি বাসার কাছাকাছি যাওয়া মাত্রই ৩ ছিনতাইকারী তার পথরোধ করে আকস্মিকভাবে তার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
মোহনগঞ্জ থানার ওসি তদন্ত শফিকুজ্জামান জানান, ব্যবসায়ী রূপন কর্মকার ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে অবগত করেছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।