রিপন বনিক, বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা কার্যালয় (রাজনৈতিক কার্যালয়) উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় কুরআন মাজিদ তিলাওয়াতের মধ্য দিয়ে নেত্রকোনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতী নুরুল ইসলাম হাকেমী আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেন।
এতে মোহনগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা হামিদুর রহমান, মোহনগঞ্জের জামেয়া কাসেমীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হাসান। এছাড়াও উপজেলা শাখার সহসভাপতি হাফেজ মৌলভী মোফাজ্জল হোসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটি মোহনগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী আবু বকর, শাখা আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ রাহাত চৌধুরী, শাখা যুব আন্দোলনের সভাপতি এইচ কে এম হাবিব খান, শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি তোফায়েল আহমাদ, সংগঠনের স্থানীয় নেতা মাসউদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।