রিপন বনিক বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ মহিলা কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় মোহনগঞ্জ মহিলা কলেজ হলরুমে ২০২৪ -২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হামিদুল্লা তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুস সাদী চৌধুরী অপু। এছাড়াও মোহনগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কলেজের প্রভাষক রতন চন্দ্র দেবনাথ, হাবিবুর রহমান, তাপস কুমার সরকার, রায়হান আক্তার লাকি প্রমুখ বক্তৃতা করেন।
এসময় সাংবাদিক কামরুল ইসলাম রতন, আবুল কাশেম আজাদ ও হাফিজুর রহমান চয়ন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২০২৪ -২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।