রিপন বনিক, বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির আহবানে ও মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, মির্জা বায়েজীদ আহম্মেদ, মো. আলাউদ্দিন প্রমুখ।
এসময় শিক্ষকরা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকার সরকারি মাধ্যমিক শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে উচ্চ শিক্ষা অধিদপ্তরের (শিক্ষা ভবনের) সামনে কর্মসূচিতে অংশ নেন। এসময় প্রকল্প থেকে নিয়োগ পাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারাসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এই পরিস্থিতিতে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন শিক্ষকরা। এসময় শিক্ষকরা সরকারের কাছে তাদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নেরও জোর দাবি জানান।
সিনিয়র শিক্ষক মির্জা বায়েজীদ আহম্মেদ বলেন, শিক্ষক লাঞ্ছিতের সঙ্গে জড়িত শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মচারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।