সোমবার, অক্টোবর 7, 2024
Google search engine
হোমজাতীয়দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে শিক্ষকদের মানববন্ধন


রিপন বনিক, বিশেষ প্রতিনিধি:
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন,  দশম গ্রেড বাস্তবায়ন আন্দোলনের উপজেলা সমন্বয়ক সহকারী শিক্ষক শাহজাহান আলম খান বিপ্লব, শিক্ষক আ ফ ম. আল মামুন, মোহাম্মদ আল আমীন খান, আলী মুসা জয়, আনিসুর রহমান শিপু, ইউসুফ আলী, মোসা. মণি আক্তার প্রমুখ। এসময় সহকারী শিক্ষকদের এই দাবির সঙ্গে একমত পোষণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মু. রানা আসিফ ও কামরুজ্জামান। 
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে বক্তারা বলেন, “দশম গ্রেড আমাদের দাবি নয়, এ আমাদের অধিকার ” আমরা সহকারী শিক্ষকরা প্রতিটি সরকারের আমলেই বৈষম্যের স্বীকার হয়েছি। আমরা এই বৈষম্য কিছুতেই আর মানবো না। তারা আরো বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক ও সমমানের। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের উপপরিদর্শকেরা বেতন পাচ্ছেন দশম গ্রেডে। এইচএসসি সমমান ডিপ্লোমা উত্তীর্ণরা নিয়োগপ্রাপ্ত নার্স ও কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে। অথচ সমযোগ্যতা থাকা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্য নিরসন করে অবিলম্বে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বক্তারা আরো বলেন, দেশে এখন নির্দলীয় সরকার রয়েছে, তাই শিক্ষকদের প্রাণের এই দাবি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচি দিবেন বলেও মানববন্ধনে হুশিয়ারী দেন বক্তারা। 
মানববন্ধন শেষে আন্দোলনকারী শিক্ষক নেতৃবৃন্দ  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবিরের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

অনুরূপ সংবাদ

জনপ্রিয় পোস্ট