সোমবার, অক্টোবর 7, 2024
Google search engine
হোমচট্টগ্রামসৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :
মহান ২৬ আশ্বিন বিশ^অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ৩৬-তম উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় ‘বিশেষ মহিলা মাহফিল’ সম্পন্ন হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটায় “মানবতার কল্যাণে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ও মহিয়সী আম্মাজান উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম (রহ.)” শীর্ষক মাহফিল নগরীর চান্দগাঁও থানাধীন ‘ডিউ উদয়ন’ ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
‘আলোর পথে’র সিনিয়র সদস্য সৈয়দা আকলিমা ফাতেমা’র তত্ত্বাবধানে এবং আয়েশা সিদ্দীকা তাবাস্সুম ও নাজিয়া আকতার জ্যোতি’র সঞ্চালনায় মাহফিল শুরু হয়।
মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রাজিয়া সুলতানা, নাতে রাসূল (দ.) পরিবেশন করেন আলিশা আকতার, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন উম্মে সায়মা সাদিয়া এবং পবিত্র রবিউল আউয়াল মাস ও মাইজভাণ্ডারীয়া ত্বরিকার স্বরূপ উন্মোচক, খাদেমুল ফোক্বারা অছিয়ে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)-এর জীবন ও কর্মের উপর তথ্যকণিকা উপস্থাপন করেন সদস্য আফরিন জাহান।
সম্মানিত আলোচক উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মুহাম্মদ আবুল কালাম মহান আউলিয়া কিরামদের মাহাত্ম্য সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কঠোর রিয়াজত-সাধনার মাধ্যমে মানবতার অতি উচ্চস্তরে অধিষ্ঠিত হয়েছেন। তিনি সারা জীবন মানব কল্যাণে নিয়োজিত ছিলেন। আর উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম (রহ.) ছিলেন পরম ধৈর্য্য এবং সংযমের মূর্ত প্রতীক।
সবশেষে মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ কামনা করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুরূপ সংবাদ

জনপ্রিয় পোস্ট