মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সঙ্গে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহনগঞ্জ থানায় ওসি’র কার্যালয়ে শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উদযাপনসহ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছ সাদী চৌধুরী অপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের সদস্য সচিব কিরণ খাঁ, মোহনগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, ছাত্রদল নেতা নিহাল পিয়াসসহ অন্যান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনসহ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছাত্রদল নেতৃবৃন্দসহ এলাকার সকল শ্রেণি-পেশার লোকজনের প্রতি পুলিশকে সহযোগিতা করার আহবান জানান ওসি মো. আমিনুল ইসলাম।