সোমবার, ডিসেম্বর 30, 2024
Google search engine
হোমখুলনা বিভাগএসএসসি-সমমানের  শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ২৯৬৮, কোনো শিক্ষার্থীই পাস করেনি ৫১

এসএসসি-সমমানের  শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ২৯৬৮, কোনো শিক্ষার্থীই পাস করেনি ৫১

নিজস্ব সংবাদদাতা,

দেশের মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।

সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২হাজার ৯৬৮টি,৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাস করেনি কোনো শিক্ষার্থীই

রোববার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

এ বছর মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। গড় পাশের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।

সারা দেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

যশোর বোর্ডে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

এ ছাড়া, ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪৩ শতাংশ ও ময়মনসিংহে ৮৫ শতাংশ।

অনুরূপ সংবাদ

জনপ্রিয় পোস্ট