সোমবার, অক্টোবর 7, 2024
Google search engine
হোমজাতীয়‘বঙ্গবন্ধু সম্মাননা’ পেলেন কবি অতনু তিয়াস

‘বঙ্গবন্ধু সম্মাননা’ পেলেন কবি অতনু তিয়াস

নিউজ  ডেস্ক: বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিনে সাহিত্যের ছোট কাগজ ‘লোক’ সম্পাদক অনিকেত শামীম সম্পাদিত  ১০৪ তরুণ কবির কবিতা সংকলন ‘তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ’ প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে কবিতায় কবি অতনু তিয়াসকে  ‘বঙ্গবন্ধু সম্মাননা’ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমিতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে ১৮ মে এ সম্মাননা প্রদান করা হয়। একই মঞ্চে কবি নির্মলেন্দু গুণকে ‘পোয়েট অব বঙ্গবন্ধু’ খেতাব ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা হিসেবে প্রদান করা হয়েছে উত্তরীয়, শংসাপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ। 
সম্মাননা প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে কবি অতনু তিয়াস বলেন, এই প্রাপ্তি আমার জন্য পরম আনন্দ এবং গৌরবের।
এ ছাড়া ‘কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা ২০২৪’ পেয়েছেন আরও তিনজন তাঁরা হলেন কবি ও চলচ্চিত্রকার মাসুদ পথিক, কবি আফরোজা সোমা এবং কবি ও গায়ক নীহার লিখন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি কামাল চৌধুরী, সংস্কৃতিজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শিশু সাহিত্যিক আনজীর লিটন, কবি নাসির আহমেদ, কবি শিহাব শাহরিয়ারসহ কবি-সাহিত্যিক ও সংস্কৃতিজন।

অনুরূপ সংবাদ

জনপ্রিয় পোস্ট