নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ ও ক্ষমতাসীন জোট সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি দুই মন্ত্রী। শনিবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ হুমকি দেন অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভির। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত পরিকল্পনায় নেতানিয়াহু রাজি হলেই পদত্যাগ করবেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
হামাসকে নির্মূল করার আগে কোনও ধরনের চুক্তি সইয়ের বিপক্ষে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অর্থমন্ত্রী স্মটরিচ বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবিত রূপরেখা মেনে হামাসকে নির্মূল না করে ও সব জিম্মিকে ফিরিয়ে না এনেই যুদ্ধ শেষ করার ঘোষণা দিলে এই সরকারের সঙ্গে থাকব না।
তার সাথে সুর মিলিয়ে জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেন-গিভিরও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এধরনের চুক্তির মানে হলো যুদ্ধের অবসান এবং হামাসকে নির্মূল না করা। এই চুক্তির মাধ্যমে সন্ত্রাসকে বিজয়ী ও ইসরায়েলের নিরাপত্তাকে হুমকিতে ফেলা হবে।
যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হয়ে ক্ষমতাসীন জোট সরকার ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পার্লামেন্টে বেন-গিভিরের দল-ওটজমা ইয়েহুডিত পার্টির আছে ৬টি আসন। আর স্মটরিচের দল-জায়োনিজম পার্টির রয়েছে ৭টি আসন। ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুর জোট সরকারের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ক্ষমতায় থাকতে এই দুই দলসহ আরও কয়েকটি দলের সঙ্গে জোট করতে হয়েছে তার সরকারকে।
অবশ্য নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হলে তার সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেনইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী বিরোধী রাজনীতিবিদ ইয়ার লাপিড। পার্লামেন্টে তার দল ইয়েশ আটিডের আসনসংখ্যা ২৪।
শুক্রবার ছয় সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন জো বাইডেন। আর তা মেনে নিতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বানও জানায় মধ্যস্থতাকারী মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র।
সূত্র : বিবিসি।