সোমবার, অক্টোবর 7, 2024
Google search engine
হোমজাতীয়বন্যা দুর্গতদের পাশে আছেন প্রধানমন্ত্রী- রঞ্জিত সরকার এমপি

বন্যা দুর্গতদের পাশে আছেন প্রধানমন্ত্রী- রঞ্জিত সরকার এমপি

হাফিজুর রহমান চয়ন, হাওরাঞ্চল প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার বলেছেন, সর্বদাই বন্যা দুর্গতদের পাশে আছেন মাননীয় প্রধানমন্ত্রী। হাওরাঞ্চলের মানুষ যখনই বন্যাসহ যে কোনো  দুর্যোগের সম্মুখীন হয়, তখনই দুর্যোগ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা উদ্ধিগ্ন হয়ে উঠেন। হাওরবাসীর পাশে এসে দাঁড়ান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবারও হাওরাঞ্চলে বন্যার শুরু থেকেই তিনি আমাদেরকে নিজ নিজ এলাকায় গিয়ে দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দেন এবং প্রতিনিয়ত তিনি খোঁজ-খবরও রাখছেন। আর আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যা দুর্গত প্রত্যেকটি এলাকায় যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
সোমবার (৮ জুলাই) বেলা ১২টায় উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মপাশা থেকে সুনামগঞ্জ পর্যন্ত হাওরবাসীর স্বপ্নের উড়াল সেতু নির্মাণে সরকারের যে মহাপরিকল্পনা তাও আজ বাস্তবায়নের পথে, উল্লেখ করে সংসদ সদস্য রঞ্জিত সরকার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের যে মহাপরিকল্পনা এরই অংশ হিসেবে ধর্মপাশা-সুনামগঞ্জ উড়াল সেতু নির্মাণ কাজে ইতোমধ্যেই বেশ কয়েকটি অংশের কাজের টেন্ডার হয়ে গেছে। খুব দ্রুতই এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে। এ ছাড়াও চলতি বন্যায় আমাদের এলাকার যে সকল রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে, সেসব দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। 
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ মুরাদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এএইচ এম ওয়াসিম , নারী ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তার , ওসি মোহাম্মদ শামসুদ্দোহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল বারী বাচ্চু প্রমুখ।

অনুরূপ সংবাদ

জনপ্রিয় পোস্ট