হাফিজুর রহমান চয়ন, হাওরাঞ্চল প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো হাওর এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমের খাল নামক স্থানে সরকারিভাবে গড়ে উঠা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- এমারুল হক (৫০), তার স্ত্রী পলি আক্তার (৩৫) ও তাদের ৪ সন্তান পলাশ (১২), ফরহাদ (১০), ফাতেমা (৮) ও ওমর ফারুক (৪)।
এদিকে এই ঘটনা জানার পর মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় অসংখ্য নৌকা ও ট্রলার নিয়ে শত-শত নারী-পুরুষ নিহতদের একনজর দেখতে ঘটনাস্থলে গিয়ে ভীড় করছেন।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও তা উদঘাটনের চেষ্টা চলছে।
এ বিষয়ে উপজেলার জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রধান ছিলেন এমারুল হক। তিনি ঘটনার দিন সোমবার দুপুরে জয়শ্রী বাজার থেকে বিভিন্ন ফলসহ নানান পণ্য সামগ্রীর পাশাপাশি ১০ লিটার ডিজেল কিনে বাড়িতে নিয়ে যায়। তবে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ওই ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। এতে সবার কাছে বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।