রবিবার, ডিসেম্বর 22, 2024
Google search engine
হোমজাতীয়মধ্যনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মধ্যনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


হাফিজুর রহমান চয়ন, হাওরাঞ্চল প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে তোয়ামণি নামে ১৮ মাস বয়সের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে  উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গুলগাঁও গ্রামের পেছনের একটি ডোবার পানিতে ডুবে শিশু মৃত্যুর এই ঘটনাটি ঘটে। নিহত তোয়ামণি গুলগাঁও গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নিহত ওই শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার সকালে গুলগাঁও গ্রামের রফিকুল ইসলামের ১৮ মাস বয়সের শিশুকন্যা তোয়ামনি নিজ ঘরের সামনের উঠানে বসে খেলা করছিল। এরই এক পর্যায়ে হঠাৎ করে সে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পেছনে থাকা  ডোবার পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তার পরিবারের লোকজনকে জানায় এবং সঙ্গে সঙ্গে তারা ওই ডোবার পানিতে নেমে বেশ কিছুক্ষণ সময় খোঁজাখুজির পর মৃত অবস্থায় শিশু তোয়ামণিকে উদ্ধার করতে সক্ষম হয়।
ওসি আরো জানান, নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুরূপ সংবাদ

জনপ্রিয় পোস্ট